
জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।
এমদাদুল হক – জামালপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের নেতৃত্বে ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ ময়দানে নেতাকর্মীরা সমবেত হন। সেখানে মিছিলপূর্বক সমাবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান বলেন,“ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ ধানের শীষ প্রতীকে ভোট দিন। ধানের শীষের বিজয় মানে বিএনপির বিজয়, আর বিএনপির বিজয় মানে জনগণের বিজয়।”
তিনি আরও বলেন,“ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায় নির্যাতন-অত্যাচার সহ্য করেও দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই।’ দেশের মানুষের কষ্টের সময় তিনি তাদের ছেড়ে বিদেশে চলে যাওয়ার কথা ভাবেননি।”
সোহেল রানা খান বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে বলে দলীয় নীতিনির্ধারক তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা মানিক, যুবনেতা ইমরুল কায়সার, শফিক, মাহমুদুল হাসান মানিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।