
নড়িয়ায় শীতার্তদের মাঝে প্রেসক্লাবের কম্বল বিতরণ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব লাকী দাশ। তিনি শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য নড়িয়া উপজেলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়। শীতের এই তীব্র সময়ে কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের সভাপতি জানায়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।