সবার কথা বলে

ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রু”হের মাগফেরাতে মিলাদ মাহফিল

0 69

ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে মিলাদ মাহফিল।

এম এ জব্বার – সংবাদের পাতা:

নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে ডিঙ্গামানিক ইউনিয়ন এলাকায় অবস্থিত পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

এসময় উপজেলার ও ডিঙ্গামানিক ইউনিয়ন এবং স্থানীয় ব্যক্তিবর্গ, বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.