সবার কথা বলে

নড়িয়ায় মোসলেম বেপারী পরিবারকে স্মরণে আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত

0 144

নড়িয়ায় মোসলেম বেপারী পরিবারকে স্মরণে আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় মরহুম মোসলেম বেপারী,মরহুমা হাসিনা বেগম ও তাদের পুত্র শিরন বেপারীর স্মরনে স্মরণ সভা অনুস্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১০ জানুয়ারি উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার এ স্মরণ সভা অনুস্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সফিকুর রহমান কিরন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) এস এম ফয়সাল, শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি বাচ্চু সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শামীমা জাহান সাথী হিরু, বিএনপি নেত্রী ফাহমিদা আহমেদ কান্তা, আমেরিকা ফ্লোরিডা বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের কালন বেপারী, শরীয়তপুর জেলা মৎস্য জীবি দলের আহবায়ক হাজী খোকন বেপারী, সখিপুর থানা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক সোহেল সরকার, নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহিন হাওলাদার, সহ-সভাপতি মনির মেহমুদ ভূইয়া, বিএনপি নেতা পান্নু শরীফ, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলি হায়দার খান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শান্ত, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম।

এছাড়া আয়োজনে ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির আহবায়ক পরান রাড়ি, সদস্য সচিব মোঃ দুলাল হোসেন খান, যুগ্ম আহবায়ক মোরসালিন হোসেন, যুগ্ম আহবায়ক হাশেম ঢালী, বিএনপি নেতা মোঃ গফুর খান, সদস্য জব্বার ছৈয়াল, বিএনপি নেতা বাবুল ফকির, ডিঙ্গামানিক ইউনিয়নের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন রাড়ি, যুবদলের আহবায়ক শুকুম তপাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম লাকুরিয়া, যুগ্ম আহবায়ক পিটার মোল্যা, যুগ্ম আহবায়ক রানা ভূইয়া, যুগ্ম আহবায়ক ইসমাইল ঢালী, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব নেছার খান, ছাত্রদলের সভাপতি বাচ্চু খান, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

স্মরণসভায় তাঁদের জীবনের অবদান, সামাজিক কর্মকাণ্ড ও এলাকার প্রতি ভালোবাসার কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

পরিশেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.