সবার কথা বলে

সবচেয়ে দামি বার্গারটির দাম কত জানেন

0 287

পৃথিবীর সবচেয়ে দামি বার্গারটির দাম কত জানেন

ডেস্ক নিউজ:

বর্তমানে বার্গার আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। তরুণ প্রজন্মের কাজে এটি অত্যন্ত জনপ্রিয়। পৃথিবীর সবচেয়ে দামি বার্গারটির দাম ২২ লাখ টাকা! আমেরিকার একটি বেসবল দলের পক্ষ থেকে বের করা এই বার্গারের মূল্য ২৫ হাজার মার্কিন ডলার। বেসবল আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এ খেলার বেশ পরিচিত একটি দল আটলান্টা ব্রেভস।

সম্প্রতি ‘ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা উপলক্ষে তারা বিশেষ বার্গারটি বানিয়েছেন ভক্তদের জন্য। নাম রাখা হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বার্গার’। দলের স্মারক হিসেবে একটি ওয়ার্ল্ড সিরিজ নামাঙ্কিত আংটি ও বার্গারটি একসঙ্গে বিক্রি করা হচ্ছে ২৫ হাজার ডলারে।

কিন্তু কি দিয়ে তৈরি এ বার্গার? জানা গেছে, এ বার্গারে থাকছে বিশ্বের ২২৭ গ্রাম ওয়াগু মাংস। এটি পৃথিবীর সবচেয়ে দামি গো-মাংস। সঙ্গে থাকছে ব্রিয়শ নামক এক বিশেষ ধরনের পাউরুটি।

এতে আছে প্যান ফ্রায়েড ডিম, লবস্টারের ভাজা লেজ ও ফোয়া গ্রা নামক এক খাবার। এ ফোয়া গ্রা নামক খাবারটি ফ্রান্সে এক ধরনের বিশেষ হাঁসের কলিজা থেকে তৈরি হয়।

সঙ্গে আছে বাহারি চিজ ও সস। বুঝতেই পারছেন সবকিছুর মিশেলে কতটা সুস্বাদু এ বার্গার।

সূএঃ সিটি নিউজ ঢাকা

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.