
মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন।
মোঃ মিরাজ শেখ(মাগুরা):
মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানসহ অন্যান্যরা।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান ও ৮ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদস্য কুপন তুলে দেন । আগামী ২৩ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।