সবার কথা বলে

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের আনন্দ র‍্যালী 

0 431
বিশ্ববিদ্যালয় অনুমোদনে ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের আনন্দ র‍্যালী।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
উত্তরের জেলা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‍্যালী করেছে শিক্ষকরা।
(১৩) জুলাই) বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য ও আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালিটি বের হওয়ার আগে অডিটোরিয়াম চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলুসহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দিন আল আজাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার কর্মকতা, শিক্ষক, অভিভাবকরা অংশ নিয়ে বক্তব্য রাখেন।

 

সেই সাথে বিশ্ববিদ্যালয়টি স্থাপন সম্পন্ন হলে উচ্চ শিক্ষার দার‌ও খুলবে, বাড়বে শিক্ষার হার। সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে ঠাকুরগাঁও জেলা।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে আনন্দ র‌্যালিটি বের হয় সেখান থেকে এতে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ জেলার প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই অংশ নেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.