0 420

শোকাহত ১৫ ই, আগস্ট জাতীয় শোক দিবস
“”তুমি জন্মছিলে বলেই
জন্ম নিয়েছিল দেশ
মুজিব তোমার অপর নাম
স্বাধীন বাংলাদেশ……….।
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের প্রতি ৪৮তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দলীয় কার্যালয়ে সকাল ৯ টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ ও সঙ্গে ছিলেন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।
৯:৩০ মিনিটে সৈয়দপুর উপজেলা কার্যালয় বঙ্গবন্ধুর মূরালে সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে শোকাহত ১৫ই আগস্ট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত আসনের সাংসদ সদস্য রাবেয়া আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফায়সাল রায়হান, সৈয়দপুরে এসপি সার্কেল ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এবং সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিকেল ৫টার সময় শহরের প্রধান প্রধান সড়কে মৌন মিছিল এবং জিআরপি পুলিশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করার পর গরীব ও অসহায়ের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
(মাসুদুর রহমান)