0 366

জামালপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নে সাতকুড়া পশ্চিমপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচী।
এমদাদুল হক – (জামালপুর প্রতিনিধি):
জামালপুর সদর উপজেলার অন্তর্গত ১নং কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া পশ্চিমপাড়া পরিবেশ বান্ধব গ্রাম গড়ার লক্ষে, ইকো ভিলেজ কমিটির আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের সার্বিক সহযোগিতায়, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় ১০০ জন পিজি ও ননপিজি সদস্যদের ১টি করে আমের চারা বিতরন করা হয়।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শাহজাহান আলী, প্যানেল চেয়ারম্যান আঃ মোতালেব, ইউপি সচিব মো: আতাহার আলী, ইউপি সদস্য বেদেনা বেগম, রাকিবুল ইসলাম মিলন, মিজানুর রহমান,এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান,মোঃ মমিনুর ইসলাম,পারভেজ খান,ছলিম উদ্দিন, বাবুল মিয়া,মোসা মিয়া প্রমূখ।
জেসমিন প্রজেক্টের সাব-ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সূজীত চিসিম,কমিউনিকেশন স্পেশালিষ্ট মোরছালীন, অনুসূয়া ভট্টাচার্য্য, জেন্ডার ডিআরআর এন্ড সিসি স্পেশালিষ্ট, সাদেকা বেগম, জেন্ডার ডিআরআর এন্ড সিসি অফিসার, অরশু, বিজনেজ ডেভেলপমেন্ট অফিসার, গৌরাঙ্গ চন্দ্র সাহা, মনির হোসেন ভূইয়া, নুর-ই জান্নাত,কমিউনিটি ফ্যাসিলিটেটর মাসুদ রানা, কানন মিয়া ও তৃপ্তি খাতুন। আরো উপস্থিত ছিলেন, সাতকুড়া পশ্চিমপাড়া ও দক্ষিণ পাড়া নারী উৎপাদক দলের সদস্য এবং ননপিজি সদস্যবৃন্দ।
প্যানেল চেয়ারম্যান আঃ মোতালেব, বলেন আমাদের ইউনিয়নে প্রথম পরিবেশ বান্ধব গ্রাম গড়ার উদ্যোগ নেওয়ার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্প ও প্রকল্পের সকল স্টাফদের কেন্দুয়া ইউনিয়ন পরিষদ ও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আশা করি জেসমিন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও আমাদের সহযোগিতায় কেন্দুয়া ইউনিয়ন একটি মডেল গ্রাম, মডেল ইউনিয়ন হবে।
ইকো ভিলেজ কমিটির সভাপতি ও এলাকার গন্যমান্যদের পক্ষ থেকে মোঃ মমিনুর ইসলাম বলেন আমার জেসমিন প্রকল্পকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা প্রকল্পের সহযোগিতা ও পরামর্শে আমাদের পরিবার, সমাজ, গ্রাম ও ইউনিয়নকে পরিবেশ বান্ধব গ্রাম গড়বো। যা দেখে পার্শ্ববতী ইউনিয়ন যেন পরিবেশ বান্ধব গ্রাম গড়ার উদ্যোগ নেয়।
উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহজাহান আলী বলেন, প্রকল্প ও উপস্থিত সকলকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।গাছ লাগানোর নিয়ম ও পরিচর্যা কিভাবে করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তার পক্ষ থেকে সহযোগিতা করবে বলে তিনি জানান।
সূজীত চিসিম ইকো ভিলেজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাদেকা বেগম, জেন্ডার ডিআরআর এন্ড সিসি অফিসার।