সবার কথা বলে

ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে বিশ্বশিক্ষক দিবস পালন

0 783
রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে বিশ্বশিক্ষক দিবস পালন।
চট্টগ্রাম প্রতিনিধি:
৫ অক্টোবর রোজ বৃহস্পতিবার রাউজানের গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ কতৃক আয়োজিত “কাঙ্কিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা”। এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষার্থী মিলনায়তনে পালিত হয়েছে।
এতে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। যারা বিভিন্ন বিষয়ে শিক্ষা দানের মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। তাদের নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রমে একজন শিক্ষার্থী হয়ে উঠে একজন আদর্শ মানুষ।
গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ রতন কান্তি শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাবেদ হোসেন,নাহিদ সুলতানা ও কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন,
এছাড়া উপস্থিত ছিলেন ইমরান হোসেন, আবু তাহের, মিঠুন কর, বিল্পব নন্দী, রক্সী মহাজন, টুটুল সেন, রানা সোহেল, জুলেখা সুলতানা, জোবাইদা নাহার সুমি, নাজমা আকতার, কেয়া সেন, সোনিয়া আকতার, পিয়া বড়ুয়া প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.