সবার কথা বলে

ছাদ ঢালাই দেওয়ায় আট লাখ টাকা চাঁদা দাবি

0 238
সৈয়দপুর ছাদ ঢালাই দেওয়ায় আট লাখ টাকা চাঁদা দাবি
মোঃ মাসুদুর রহমান-(নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে ক্রয়কৃত জমিতে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করায় প্রথম তলার ছাদ ঢালাই কাজ শুরু করলে উক্ত কাজে বাধা প্রদান করে ছাদ ঢালাই করতে হলে আট লাখ টাকা চাঁদা দিতে হবে এই অভিযোগে সৈয়দপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় সৈয়দপুর উপজেলার পুরাতন বাবু পাড়ার মোঃ মাসুদ রানা(২৭) পিতা মোঃ রফিকুল ইসলাম এর প্রায় দশ মাস পূর্বে সৈয়দপুর থানাধীন আমদানী মোড়ে মোঃ আজগর আলী (৬৫) পিতাঃ মৃত কাইলঠা মাহমুদ এর কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তিতে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে প্রায় একমাস পূর্বে নির্মাণাধীন বিল্ডিংয়ের প্রথম তলা ছাদ ঢালাই কাজ শুরু করেছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিয়ামতপুর আমদানী মোড় এলাকার মোঃ আজগর আলী (৬৫), পিতা মৃত কাইলঠা মাহমুদ, মোঃ জাহেদুল ইসলাম (৪০), পিতা মোঃ আজগর আলী তারা বলে ছাদ ঢালাই কাজ করিতে হলে আট লাখ টাকা দিতে হবে গত ৬/১১/২০২৩ তারিখে বেলা আনুমানিক ১১ টার সময় মোঃ মাসুদ রানা সহ আমিন (সার্ভেয়ার) দ্বারা জমি মাপযোগ করতে গেলে উপরোক্ত সবাই বাধা প্রদান করে এবং হুমকি প্রদর্শন করে তারা বলে বিল্ডিং এর ঢালাই কাজ শুরু করলে ৮ লাখ টাকা চাঁদা দিতে হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.