সবার কথা বলে

শ্রীপুরের আশুতোষ বিশ্বাসের কমলা বাগান পরিদর্শন করেন জেলা প্রশাসক

0 585
মাগুরার শ্রীপুরের আশুতোষ বিশ্বাসের কমলা বাগান পরিদর্শন করেন জেলা প্রশাসক।
মোঃ মিরাজ শেখ-(স্টাফ রিপোর্টার):

মাগুরার শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের আশুতোষ বিশ্বাসের মনোমুগ্ধকর কমলা লেবুর বাগান পরিদর্শন করলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

 

বুধবার বিকেলে এ বাগান পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

 

জেলা প্রশাসক বাগানটি ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে, এ সাফল্য অন্যদের অনুপ্রানীত করবে বলে অভিমত ব্যক্ত করেণ। আগামীতে এ উপজেলায় কমলা লেবুর চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন। তিনি যুব সমাজকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার আহবান জানিয়ে বলেন, ভাল উদ্যোগকে জেলা প্রশাসন সব সময় সহযোগীতা করবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.