সবার কথা বলে

পলাতক ট্রাক মালিক ও ড্রাইভার আটক – র‍্যাব -৮

0 253

পটুয়াখালী র‍্যাব -৮ হাতে পলাতক ট্রাক মালিক ও ড্রাইভার আটক

মু. জিল্লুর রহমান জুয়েল – (পটুয়াখালী):

 

বরগুনা জেলার আমতলী থানাধীন ছুরিকাটা ট্রাক স্ট্যান্ড এলাকায় বে-পরোয়াভাবে গাড়ী চালিয়ে এক পথচারিকে মেরে পালিয়ে যাওয়া ঘাতক ট্রাক ড্রাইভার ও মালিক মোঃ সাদ্দাম তালুকদার (৩৫) কে গ্রেফতার করেছে পটুয়াখালী র‍্যাব ৮।

র‍্যাব এর সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৩ সালে পটুয়াখালী থানাধীন মির্জাগঞ্জের ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে সুবিদখালী টু বরগুনা মহাসড়কের উত্তর পার্শ্বে জৈনক বেল্লাল এর হোটেলের সামনে বে-পরোয়া গতিতে ট্রাক চালাইয়া পথচারীদের মারাত্মক ভাবে জখম,মৃত্যু ও ক্ষতি সাধন করে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালীর মির্জাগঞ্জে থানায় মামলা হয়।

এর’ই পরিপ্রেক্ষিতে পটুয়াখালী র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২২ জানুয়ারি সোমবার দুপুর আনুমানিক দুইটার দিকে বরগুনা জেলার আমতলী থানাধীন ছুরিকাটা ট্রাক স্ট্যান্ড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত মালিক ও ড্রাইভার মোঃ সাদ্দাম তালুকদার মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া গ্রামে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.