সবার কথা বলে

৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

0 295

বনানীতে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মোঃ কামাল:

রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা – মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আব্দুর রহিম।

শনিবার (১১ মার্চ ২০২৩) রাত ৭:৪৫টায় বনানী থানার মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস সাংবাদিকদের জানান, কতিপয় মাদক কারবারি বনানী থানার মহাখালী কাঁচাবাজার এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাইফুল ও রহিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সাইফুল ও রহিম কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতো।

গ্রেফতারকৃত সাইফুল ও রহিমের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.