সবার কথা বলে

জীবন ঘুড়ি

0 291
জীবন ঘুড়ি
   – কবি জামাল

জীবন এক নাটাইবিহীন ঘুড়ি
যার নেই কোন চলার গতি,
কখনো হাসির জোয়ারে ভাসে
কখনো হাসি হারায় নাশে
সুখে দুখে আলো  আঁধারে
যেন জীবনের স্বাদ আসে।

বায়ুর স্রোতে ঘুর পাক খায়
এদিক সেদিক পাল
স্থির নাই কবুও ঘুড়ির
উড়ছে বেশামাল।

সব কাজে নয়তো কাজি
কিছু কাজে হয় যে পাজি
তবুও জীবনে চলে বাজি
হয়তো হারি নয়তো জিতি।

জিতলে আমরা সবাই সাজি
নেতা, গুরু কিংবা মশাই
হারলে আমি নিজে বাঁচি
গৃহকোনে নিজেকে লুকাই।

সদ্য পাওয়া গল্পে ভাবি
হতাম যদি এমন
দেশের সেরা মানুষ আমি
সবার আমি আপন।

কিছু সময় পার হইলে
নাই যে ভাবের মন
আগের চেতনা বাঘে খেলো
কোথায় গেল ধন।

কিভাবে আর হবো আমি
দেশ মানুষের মন
নি:স্ব আমি শুণ্য ভবে
নিবু আলোর ক্ষণ।

২৮/০১/২০২৪

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.