সবার কথা বলে

নীলফামারীর দুই ইউনিয়নে উপ-নির্বাচন ৯ মার্চ

0 191

নীলফামারীর দুই ইউনিয়নে উপ-নির্বাচন ৯ মার্চ

মোঃ মাসুদুর রহমান – সৈয়দপুর (নীলফামারী):

নীলফামারী ডিমলা ও উপজেলার একটি ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য ও ডোমার উপজেলার একটি ইউনিয়ন পরিষদে সদস্যের শূন্য পদে আগামী ৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে নীলফামারী জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য ও ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের সাধারণ সদস্য মৃত্যু বরণের কারণে পদ দুটি শূন্য হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে শূন্য হওয়া ওই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণাসহ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারী। এছাড়া প্রার্থী প্রত্যাহারের তারিখ ২২ ফেব্রুয়ারী। আর ভোটগ্রহণের তারিখ ৯ মার্চ নির্ধারণ করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন নির্বাচন কর্মকর্তার কার্যালয়কে সহায়তা করবে। এরইমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.