সবার কথা বলে

রাঙ্গাবালীতে বিপুল পরিমান অবৈধ বেহুন্তী জাল ধ্বংস

0 285

রুপালী সম্পদ রক্ষায় রাঙ্গাবালীতে বিপুল পরিমান অবৈধ বেহুন্তী জাল ধ্বংস

বিশেষ প্রতিনিধি :
মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)

দেশের জাতীয় রুপালী সম্পদ ইলিশ সহ বিভিন্ন প্রাজাতির মাছ রক্ষায় পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে রাঙ্গাবালী মৎস্য অফিস ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে ১২ মার্চ মোঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত দেশের রুপালী সম্পদ ইলিশ অভয়াশ্রমের তেতুলিয়া নদীর চর রুস্তম( চর বাংলা) এলাকার (রাঙ্গাবালী অংশে), অভিযান চালিয়ে ১২ টি অবৈধ বেহুন্দি জাল, ২১ টি চরঘেরা জাল ও ৫০০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গাবালী, পটুয়াখালী জেলা মৎস্য অফিসার এর অনুমতিক্রমে জব্দকৃত জাল গুলো রাঙ্গাবালী উপজেলার গহিনখালী লঞ্চ ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলের এস এম শাহাদাত হোসেন রাজু, মেরিন ফিশারিজ অফিসার, রাঙ্গাবালী, পটুয়াখালী এবং অত্র দপ্তরের অন্যান্য সহকর্মীবৃন্দ।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম গণমাধ্যম বৃন্দদের জানান, দেশের রুপালী সম্পদ ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জীববৈচিত্র রক্ষায় মৎস্য অধিদপ্তর বদ্ধ পরিকর। সে অনুযায়ী পটুয়াখালী জেলার বিভিন্ন নদীতে নৌবাহিনী, কোষ্ট গার্ড এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা নিরালস ভাবে কাজ করে যাচ্ছে, এছাড়া আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.