সবার কথা বলে

টাকার গর্ব

0 263

টাকার গর্ব

সৃজনে: সৈয়দ ইসমাইল হোসেন জনি

যাইলে হেরে টাকার কাছে
মানুষ হয়ে কি দাম আছে ?
টাকার জোরে দেমাগ ভারী
কেমনে এটা সইতে পারি ?

মরার পড়ে মাটির ঘরে
একলা সবে রইবে পড়ে ,
তখন টাকা কোথায় রবে
বড়াই করে কি লাভ হবে ?

গরীব বলে নানান ছলে
ফালাও কেনো পায়ের তলে ?
আঁকড়ে ধরে যেমনি লতা
স্মরণ করো মরণ কথা ।

টাকার তেঁজে হৃদয় জ্বলে
কেমনে পারো মানুষ হলে ?
বিবেক যদি নাই-বা থাকে
কেমনে বলি মানুষ তাকে ?

টাকার জোরে হারাও দিশে
জনির কথা নয়কো মিছে ,
সকল টাকা থাকবে পড়ে
যেদিন তুমি যাইবে মরে ।

নকল ছেড়ে আসল ধরো
সঠিকভাবে জীবন গড়ো ,
মানুষ যদি হইয়া থাকো
রবের প্রতি বিশ্বাস রাখো ।

টাকার জোরে কেমন করে
চলছো মিছে ধরার পড়ে ?
যেদিন হবে মরণ পর্ব
কোথায় রবে টাকার গর্ব ?

রচনাকাল : ০৫/০৭/২০২৩ ইং বুধবার

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.