সবার কথা বলে

রক্ত ঝরা মাটি

0 235

রক্ত ঝরা মাটি
কবি জামাল

স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর
হুংকারে মাখা শক্তি
স্বাধীনতা তুমি এনে দিয়েছো
নির্মমতার মুক্তি।

স্বাধীনতা তুমি এসেছো বলেই
নির্বিক আমি ভূখন্ডে
তোমার স্বপ্ন গেঁথেছি বলেই
ভয় আসেনি দন্ডে।

ছাত্রজনতা কৃষক কামার
বাদ যায়নিতো কেউ,
রক্ত ঝরিয়ে বিজয় আনবে
বুকে তুলেছে ঢেউ।

কৃষাণীর যেন উজাড় হৃদয়
বিলিয়ে দিলেন দেশে
মুক্তিসেনারা আসলে ঘরে
লুকিয়ে দিতেন খেতে।

মায়ের বুকের নাড়ি ছেঁড়া ধন
লুটিয়ে পড়েন যুদ্ধে
কেউবা শহিদ কেউবা গাজি
শত্রু সেনাদের রুখতে।

লক্ষ শহিদ বীরাঙ্গনার
রক্ত ঝরা এই মাটি
তোমায় সালাম নত শীরে
তোমার ছেলেরাই খাঁটি।

সোনার দেশে সোনার মানুষ
থাকবে স্বাধীন বেশে
এমন আশা করি লালন
বঙ্গবন্ধুর গড়া দেশে।

২৫/০৩/২০২৪

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.