
শ্যামপুর মডেল থানা ডিএমপির আয়োজনে শ্যামপুর থানাধীন বিভিন্ন স্থানে সুপেয় পানির ব্যবস্থা
বিশেষ সংবাদদাতা – মোঃ মনির হোসেন:
দেশজুড়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে তীব্র তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই অসহ্য গরমে প্রকৃতিতে যেন তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে।
জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠা তীব্র এই গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের একটু স্বস্তি দিতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশনায় ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিএম এর উদ্যোগে ২৫ এপ্রিল বৃহস্পতিবার শ্যামপুর মডেল থানা ডিএমপির আয়োজনে শ্যামপুর থানাধীন বিভিন্ন স্থানে সুপেয় পানির ব্যবস্থা করেছেন।
তারই ধারাবাহিকতায় প্রচন্ড গরমে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি (মিনারেল ওয়াটার) বিতরণ করেন।
এসময় ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শ্যামপুর- কদমতলী থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।