0 148

বিজেএমএ’র সাধারণ সভায় সৈয়দপুরের সুশান্ত কুমার দাসের অংশগ্রহন
মোঃ মাসুদুর রহমান – নীলফামারী প্রতিবেদকঃ
পাটজাত পণ্য রপ্তানিকারক হিসেবে রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিশেষ অবদান রাখায় জুট মিলস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালক হলেন সৈয়দপুরের সুশান্ত কুমার দাস।
গত (২৪ এপ্রিল) বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশনের ৪০ তম বার্ষিক সাধারণ সভা রমনাস্থ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হল-১ এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (এমপি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান (এমপি), সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম(এমপি)এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো.মাহবুবুল আলম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশন (বিজেএমএ)’র চেয়ারম্যান মো. আবুল হোসেন।
বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির পরিচালক এবং সৈয়দপুরের কর্মসংস্থান গড়ার কারিগর সুশান্ত কুমার দাস উপস্থিত ছিলেন।বিজেএমএ’র ৪০ তম সাধারণ সভায় অংশ নেওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালক সুশান্ত কুমার দাসকে অভিনন্দন জানিয়েছেন নীলফামারী জেলার সকল ব্যবসায়ীসহ রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ জুট মিলস্ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালক সুশান্ত কুমার দাস বলেন,ইতিমধ্যে পাটজাত পণ্য রপ্তানিকারক হিসেবে দেশসেরা স্বীকৃতি পেয়েছি আমরা।আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো বেকারত্ব দূরীকরণসহ দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখা।উল্লেখ্য শ্যামলী রুফিং শীট দেশের প্রতিটি জায়গায় ব্যাপক সারা ফেলেছে। সেই সাথে পাটজাত পণ্য উৎপাদন ও দেশে বিদেশে বাজারজাতসহ থেমে নেই প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা।
প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডস, জাপান, ভারত, বেলজিয়ামসহ বিশ্বের প্রায় ২০টি দেশে তাদের তৈরি পাটজাত পণ্য রপ্তানি করে আসছে। এদের মধ্যে রয়েছে ফুড গ্রেড পাটের বস্তা,সুতলি, চট ও পাটের সুতা অন্যতম।এ শিল্প গ্রুপে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কয়েক হাজার নারী-পুরুষের।সাধারণ সভা শেষে নব নির্বাচিত কমিটির নিকট এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য সংসদ সদস্য, এফবিসিসিআই ও বিজেএমএ’র নেতৃবৃন্দসহ সুধিজন এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।সুশান্ত কুমার দাস এই সাফল্য অর্জন করায় সৈয়দপুর উপজেলাসহ রংপুর বিভাগের সকল স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন।