দূর্যোগ মোকাবেলয় করনীয় উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত
মোঃ এমদাদুল হক
জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং কমিটির কার্যকর ভূমিকা ও দায়িত্ব পালনে সক্রিয় হবার অঙ্গীকার নিয়ে জামালপুরে গত ১৩, ১৫ ও ২০মে ২০২৪ যথাক্রমে কেন্দুয়া, লক্ষীরচর এবং শরীফপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা আয়োজনে সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিষ্টেমস্ ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্প।
সভায় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য, এলাকার কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, ইমাম, শিক্ষক, আনসার, গ্রাম পুলিশ, জেসমিন প্রকল্প জামালপুর উপজেলা সদর সমন্বয়কারী সুজিত চিসিম, অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন স্পেশালিস্ট মোঃ কওনান মুরসালিন। সভা সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের জেন্ডার ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা ছাদেকা বেগম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিব।
নিয়মিত এই সভা পরিচালনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো: সাইফুল ইসলাম খান। বরাবরের মত স্বাস্থ্য সেবা দিয়ে দুর্যোগে পাশে থাকার আশ্বাস জানান উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: শারমিন সিরাজী। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন সময় উপযোগী দুর্যোগ ও কৃষির আগাম বার্তা এবং করণীয় বিষয় নিয়ে পরামর্শ প্রদান করেন।
এছাড়া উক্ত সভায় সমসাময়িক দুর্যোগ, বজ্রঝড় ও বজ্রপাত থেকে রক্ষার উপায়, তাপদাহ টর্নেডো কালবৈশাখীতে ফসলসহ জান-মালের নিরাপত্তায় করণীয় বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়।