
ধন্যবাদবন্ধু সুন্দরবন
কবি:জাহাঙ্গীর আলম বেপারী
ধন্যবাদ বন্ধু সুন্দরূবন,
তুমি বিধাতার অকৃতিমদান।
উদার মননিয়ে বিস্তৃত,
তুমি বঙ্গপ্রেমি তুমি যে মহান।
সিডর আয়লা রুমেল যখন,
রাঙ্গাচোখে থাবামারে দেশের প্রানে।
ঢাল সেজে তুমি
বুকপেতে দাও বাধাহও ত্যাগিপ্রানে।
শতক্ষতি মেনেনিয়ে তুমি,
রক্ষাকরো বাংলাদেশের প্রান।
তোমার তরে কৃতজ্ঞ
হে বন্ধু অটুট থাকো তুমি চিরকাল।