
গলাচিপায় খাদ্যবান্ধব কর্মসূচী ডিলার নিয়োগ পেলো সরকারি অফিসের কর্মচারী!
বিশেষ সংবাদদাতা – মু. জিল্লুর রহমান জুয়েলঃ
“ক্ষুদা হবে নিরুদ্দেশ শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান নিয়ে ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেক হাসিনা সরকার দেশের ৫০ লাখ পরিবারের মাঝে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে স্বল্প মূল্যে চাল বিক্রয় বা খাদ্যবান্ধব কার্যক্রম এর শুভ উদ্বোধন করার পর থেকে কিছুটা হলেও রেহায় পেয়েছে নিন্ম ও মধ্যবিত্য পরিবার। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় খাদ্য বান্ধব কর্মসূচী নীতি মালায় কোন জনপ্রতিনিধি এবং সরকারি কোন কর্মকরতা চাকুরী জীবি এ ডিলার নিয়োগ হতে পারবেনা বলে আইনী বিধি নিষেধ প্রজ্ঞাপন’ থাকলেও, সরকারের নীতি মালা’কে বৃধাঙ্গুল দেখিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পল্লী উন্নয়ন ( বি আর ডি পি)’র ইউ, সি, সি, এ, লিঃ এর অফিস সহায়ক আবু বকর সিদ্দিক ( বাচ্চু) বহাল তবিয়তে দীর্ঘ নয় বছর উপজেলার গোলখালী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের সুহুরী ব্রীজ পয়েন্ট এর প্রধানমন্ত্রী’র খাদ্যবান্ধব কর্মসূচীর প্রতি বরাদ্দকৃত ১২,৮৪০ মেঃটন স্বল্প মূল্যের চাল বিক্রয়ের ডিলার পরিচালনা করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। যার পরি প্রেক্ষিতে জনসাধারণের মাঝেঁ মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় বৈতে শুরু করেছে।
অনুসন্ধানে জানা যায়, গলাচিপা উপজেলা পল্লি উন্নয়ন ( ইউ, সি,সি,এ লিঃ) এর অফিস পিওন আঃ বারেক এর ৫৭ বছর চাকুরী পূর্নাঙ্গ হওয়ায় তাকে অব্যাহতি প্রদানের কারনে, গত ৩০ মার্চ ২০০৯ সাল( নিয়োগ কমিটির ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্তে তার’ই ছেলে আবু বকর সিদ্দিক ( বাচ্চু)’কে প্রাথমিক ভাবে নিয়োগ দেয়া হয়। এবং তার প্রশিক্ষণ শেষে এক’ই বছরের ২৫’ আগষ্ট ২০০৯ সালে নিয়োগ কমিটি ২৪০০-১০০✖️৭-৩১০০- ইবি-১১০✖️১১-৪৩১০=/বেতন স্কেলে অফিস পিয়ন পদে নিয়োমিত করেন বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড। শুধু তাই নয়, স্মার্ট ডিজিটাল নিয়োমানুযী সরকারি ওয়েব সাইডেও কর্মকর্তা/ কর্মচারী তালিকায়ও সংযুক্ত করা আছে তার পদ পদবী ও ছবি। এ বিষয়ে নাম না বলা শর্তে স্থানীয়দের অভিযোগ, আবু বকর সিদ্দিক ( বাচ্চু) একজন সরকারি নিমিত তৃতীয় শ্রেনীর কর্মচারী হয়ে কি ভাবে খাদ্যবান্ধব কার্যক্রম নীতি মালা ২০১৭ -এর ৮.৩ অনুচ্ছেদ এর (ঝ) মতে সরকারি কর্মচারী অথবা কোন জন-প্রতিনিধি ডিলার হতে পারবেনা, বলে আইনী বাধাঁ থাকলেও, বহালতবিয়তে দীর্ঘ বছর আইনের চোখে ধুলা দিয়ে খাদ্যবান্ধব কার্যক্রম বা ডিলার পরিচালনা করছেন গলাচিপা পল্লি উন্নয়ন কার্যালয়ের অফিস সহায়ক আবু বকর সিদ্দিক (বাচ্ছু)।
ঘটনার বিষয়ে আবু বকর সিদ্দিক এর ব্যাবহারিত মুঠোফোনে জানাতে চাইলে তিনি নিয়োম অনুযায়ী প্রতি মাসের ১২,৮৪০ মেঃটন বরাদ্দকৃত চাল পেয়ে খাদ্যবান্ধব ডিলার পরিচালনা করার কথা স্বীকার করলেও, এ বিষয়ে কোন সংবাদ প্রতিবেদন না করার জন্য বিভিন্ন মহল দিয়ে একাধিক মুঠোফোনে কল দিয়ে ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা করেন।
এবিষয়ে গলাচিপা উপজেলা খদ্য নিয়ন্ত্রক মোঃ মাহামুদুল হাসান সিকদার এর কাছে জানতে চাইলে, তিনি গণকন্ঠ’কে জানান, বিষয়টি জানার পরেই আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে, তথ্য গোপন করে কেন খাদ্যবান্ধব কার্যক্রম ডিলার নিয়োগ নিয়েছেন? সকল বিষয়ে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহদোয়’কে জানানো হয়েছে।
এবিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল, মুঠোফোন জানান, বিষয়টি অবহিত হয়েছি, এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে অতিদ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।