সবার কথা বলে

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান

0 109
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান।
মোঃ মিরাজ শেখ – মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শরিয়তউল্লাহ হোসেন মিয়া (রাজন)। সোমবার (১৫ জুলাই)  সকালে উপজেলার দারিয়াপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আশরাফুজ্জামান লিটন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন ও কাজী মহিদুল আলম মহিদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের খোজ খবর নেন ও খাবার নিয়ে রোগীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন অভিযোগ শোনেন। অভিযোগ আমলে নিয়ে চেয়ারম্যান হাসপাতালে দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স ও অন্যান্য স্টাফদের সাথে কথা বলেন এবং সমস্যা গুলি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে আশ্বস্ত করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থেকেই সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করতে হবে। প্রতি মাসে অন্তত একবার স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করা হবে। সেজন্য নিয়ম মাফিক ভাবে ডাক্তারগনের উপস্থিতি নিশ্চিত করে আগত রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। রোগীরা কোন ভাবে সেবা বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার প্রতি ও তিনি ডাক্তারদের অনুরোধ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.