সবার কথা বলে

কোটা আ ন্দো ল ন কারীদের প্রতি সমর্থন জানালেন চিত্রনায়ক মুন্না খান

0 111

কোটা আন্দোলন কারীদের প্রতি সমর্থন জানালেন চিত্রনায়ক মুন্না খান।

নিজেস্ব প্রতিবেদক – সংবাদের পাতা:

ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। রাজধানী ঢাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে এই আন্দোলন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শুরু হলেও এবার তা ছড়িয়ে পড়েছে স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের মাঝে। সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

এদিকে এই আন্দোলনে একাত্মতা জানিয়েছেন নবাগত চিত্রনায়ক, প্রজোজক,পরিচালক ও ব্যবসায়ী মুন্না খান। নিজের ফেসবুক ওয়ালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে লিখেছেন, এটা তো ঠিক না, বাপ দাদারা সরকারি চাকরি করছে, কোঠা নিয়ে এখন ওরা সরকারি চাকরি করবে, এরপর ওদের বাল বাচ্চারা সরকারি চাকরি করবে, তাহলে আর মানুষ মেধা দিয়ে পড়াশোনা করে কি করবে আমার লেখা টা অনেকর ই খারাপ লাগবে কিন্তু সত্যি বলতে ভয় কিসের,এজন্যই চলতে ফিরতে যতটুকু লাগে এতটুকু লেখাপড়া শেখার পরে বিদেশে কামলা দিতে চলে আসছি হ কামলা দেয় আপনাদের মত চুরি তো করি না। তিনি মুঠোফোনে জানান, সবার বোঝা উচিৎ কোটা আন্দোলন সরকার বিরোধী আন্দোলন না, আমাদের উচিৎ শিক্ষার্থীদের সমর্থন দেয়া। কারো মায়ের কোল খালি না হোক, রক্তপাত বন্ধহোক, সুষ্ঠু সনাধান হোক এটা কামনা। তিনি চিত্রনায়ক শাকিব কানের স্টেটাস টেনে বলেন সকল শিল্পীদের এভাবে এগিয়ে আশা উচিৎ।

গতকাল (রবিবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীর নগ বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন তারকারাও। কাপুরুষোচিত এই হামলার নিন্দা জানান তারা।

উল্লেখ্য, রবিবার (১৪ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রবিবার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারা দেশজুড়ে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.