
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আগামীকাল লং মার্চের ডাক।
বিশেষ সংবাদকর্মী – সংবাদের পাতা:
লং মার্চ টু মতিঝিল আইডিয়াল আগামীকাল রবিবার ১৮ আগষ্ট ২০২৪ দুপুর ১:০০ টায় ডাক দিয়েছে প্রতিষ্ঠানটির প্রাক্তন সকল শিক্ষার্থীরা। এক বিজ্ঞপ্তিতে তারা জানান তা হুবহু তুলে ধরা হলো; আজকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমাম হোসাইন স্যার এর স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে বর্তমান শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ ব্যাতিত কেউ প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না! আমরা এবার সকলে একত্রিত হয়েছি স্কুলের অনিয়মকারী,দুর্নীতিবাজদের প্রতিহত করে আমাদের আইডিয়ালের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং এ্যালামনাই এসোসিয়েশন গঠন করার দাবী নিয়ে। কিন্তু দুঃখের বিষয় যে যাদের আমরা ভরসা করেছি তাদের থেকেই বেশী হতাশ হয়েছি আমরা।
আজকের ঘটনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের ইতিহাসে সবথেকে কলংকিত সিদ্ধান্ত যে সাবেকরা স্কুলে ঢুকতে পারবে না। কিছু অনিয়মকারী, দুর্নীতিবাজরা নিজেদের স্বার্থ হাসিলে নেমেছে তার বাস্তব প্রমাণ এই নোটিশ! সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো । যদি এই নোটিশ সংশোধন করে সাবেক এ্যালামনাইদের প্রবেশের বিষয়টি উল্লেখ সহ দাবীগুলো পুরন না করা হয় তবে, আর চুপ করে থাকব না আমরা।
আগামীকাল স্কুলের সকল দুর্নীতিবাজ,অনিয়মকারী শিক্ষক, অধ্যক্ষ এবং গভর্নিং বডিকে বিলুপ্ত ঘোষণা করা হবে। স্কুলের চাঁদাবাজদের গদি ফেলে পালানোর সুযোগ থাকবে না তখন।পরিশেষে আমরা সাবেক শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই নোটিশ প্রত্যাহারের আহবান জানাই।
সকল সাবেক শিক্ষার্থীবৃন্দ
আইডিয়াল স্কুল এন্ড কলেজ।