
ছবি সংগ্রহীত
কক্সবাজারে একশ ইলিশ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকায়
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র বা ফিশারিঘাটে ১ কেজি ওজনের ১০০টি ইলিশ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকায়। ব্যবসায়ীরা পাইকারি দামে ট্রলার মালিক এর কাছ থেকে মাছগুলো কিনে নিচ্ছেন।
এছাড়া ৯০০ গ্রাম ওজনের ১০০টি মাছ ১ লাখ ১৫ থেকে ২০ হাজার টাকা এবং ৮০০ গ্রাম ওজনের ১০০টি ইলিশ ১ লাখ থেকে ১ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সরেজমিন দেখা যায়, মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ট্রলার থেকে মাছ নামিয়ে স্তূপ করার পর দরদাম চলছে।
যারা বেশি দাম হাঁকছেন তার কাছেই মাছ বিক্রি করছেন ট্রলার মালিকরা। এরপর মাছগুলো বরফে ঢেকে বিশেষ কায়দায় সংরক্ষণ ও ঝুড়ি ভর্তি করে পরিবহনে তোলা হচ্ছে। এরপর তা চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে।
ব্যবসায়ীরা জানিয়েছেন বৈরী আবহাওয়ার পরিস্থিতি থাকায় কয়েকদিন মাছ ধরতে যেতে পারেনি জেলেরা। একারণে ফিশারিঘাটে মাছের সংখ্যা কম, দামও একটু বেশি।
মোহাম্মদ সেলিম নামের একজন ব্যবসায়ী জানিয়েছেন, ১ হাজার কেজি দেড় লাখ, ৯০ কেজি এক লাখ ১৫ থেকে ২০ এবং ৮০ কেজি ১ থেকে ১ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাছ ধরে ট্রলার কম এসেছে। একারণে দাম একটু বেশি। কিছুদিন পর দাম কমে আসবে। সব ট্রলার এখন সাগরে মাছ ধরছে।
আল্লাহর দান ট্রলারের মালিক শামশুল আলম জানান, আজকে ট্রলার কম ভিড়েছে। প্রায় ১০টি ট্রলার ভিড়েছে। যেগুলোতে ২০ থেকে ২৫ হাজার ইলিশ হবে। মাছ কম হওয়াতে দাম ভালো পাওয়া যাচ্ছে।
ইলিশ ছাড়াও কক্সবাজারের ফিশারিঘাটে টুনা, কোরাল, লইট্যা, ফাইস্যা, চাপিলা, পোয়া মাছসহ বিভিন্ন ধরনের মাছবোঝাই ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা।’