সবার কথা বলে

বিজিবির অভিযানে ১,১৬৬টি স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ১৬টি ভারতীয় মহিষ জব্দ

0 43

বিজিবির অভিযানে ১,১৬৬টি স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ১৬টি ভারতীয় মহিষ জব্দ।

ডেস্ক রিপোর্ট – সংবাদের পাতা:

সিলেটের জৈন্তাপুর এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান পরিচালনা করে ১,১৬৬টি স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ১৬টি ভারতীয় মহিষ জব্দ করেছে বিজিবি।

১৫ সেপ্টেম্বর রবিবার আনুমানিক রাত ০২:০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল ১,১৬৬টি ভারতীয় স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ১৬টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-১,০৪,৪৫,৪০০.০০ (এক কোটি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশত) টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.