সবার কথা বলে

শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

0 34

শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা।

শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:

শরীয়তপুরে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামেরর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে মাদক, ইভটিজিং ও শহরের বিভিন্ন পয়েন্টের যানজট, অবৈধ যানবাহনের পাশাপাশি বিভিন্ন সময় ডাকাতিসহ জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তবে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বরাবরই পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এমনটি দাবি করে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আমরা পর্যায়ক্রমে সকল বিষয় নিয়ে কাজ করবো, এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে যে কোন বিষয়ে পুলিশকে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী শাওন, পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন সরদার, আব্দুস সামাদ তালুকদার, শেখ খলিলুর রহমান, সাংবাদিক এসএম মজিবর রহমান, আবুল বাশার, কেএম রায়হান কবীর সোহেল, বোরহান উদ্দিন রাব্বানী, আব্দুল আজিজ শিশির, মাহবুবুর রহমান, মো. আল-আমিন শাওন, জামাল মল্লিক, মো. রোমান আকন্দ, ওবায়েদুর রহমান সাইদ সহ শরীয়তপুরে কর্মরত মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.