0 8
মাগুরার শ্রীপুরে গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে স্মরণসভা।
মোঃ মিরাজ শেখ – সংবাদের পাতা:
২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে মাগুরার শ্রীপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসার গুঞ্জন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী,শিক্ষা অফিসার আব্দুল গণি, কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো,সাধারণ সম্পাদক রেজাউল মুন্সি, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা জামায়াতে আমীর মোঃ ফখরুদ্দিন মিজান, শ্রীপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পারিবারের একমাত্র দাবি ছিল শহীদ ও আহতদের নামে স্মৃতিস্তম্ভ স্থাপন করে এদের নাম সংরক্ষণ করা। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বলেন,উপজেলা চত্ত্বর ফলকে শহীদদের নাম ছবিসহ লেখার দাবি জানান। শহীদদের স্বজনরা যখন বক্তব্য রাখেন তখন উপজেলা প্রশাসনসহ অনেকেই কান্নায় ভেঙে পরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী কান্নাজরিত কণ্ঠে বলেন, জুলাই-আগষ্টে যা ঘটেছে তা ভাষায় বলা কঠিন। তিনি শহীদ পরিবার ও আহতদের সান্তনা দিয়ে বলেন, যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়। আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগীতার চেষ্টা করা হবে। এ সময় শহীদ ও আহতদের স্বজন ছাড়াও আগত সকলেই ছিল বাকরুদ্ধ। তাদের চোখেমুখে ছিল নিরব আর্তনাদ। তাদের একটাই দাবি এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়।