সবার কথা বলে

কেউ ফিরে আসেনি

0 74

কেউ ফিরে আসেনি
এবি ছিদ্দিক

মিহি আঙুলে নম্রতার গোলাপজল
মুখাবয়বে ফুটে ওঠে টানটান উত্তেজনার গল্প
মহতী বর্ণনার সবই চৌকস জীবনের উপাখ্যান
মধুচন্দ্রিমা রাতের মুদ্রাদোষই আজ ছন্দ-মাত্রা

একই বেনারসিতে সুখের জলছাপ ঢেউ খেলে
লোকসংগীতের জোড়াতালিতে প্রেমের প্রেসনোট
অলিখিত সমাচার বেনীবন্ধনে পালতোলা নাও

ভূতাত্ত্বিক মাপজোখে সময় গড়িয়ে যায় নিয়তই
এ তল্লাটে কেউ ফের আসেনি সারগম বাজিয়ে
আহ্লাদী জীবনে শুক্লপক্ষ ফিরে আসে না আর।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.