সবার কথা বলে

কবিতাকে ভালোবেসে

0 35

কবিতাকে ভালোবেসে

আসাদুজ্জামান খান মুকুল

কবিতা তোকে ভালোবেসেছি

হৃদয়ের গহীন থেকে,

যেদিন থেকে আমার হৃদয়ে বোধটুকু জন্মে।

যেদিন আমি পড়েছিলাম নজরুলের

“আমি হবো” কবিতা।

কিংবা “বিদ্রোহী”।

কবিতাগুলো আমার হৃদয়ে জাগিয়েছিল চেতনার সুর লহর,

ধমনীতে জেগেছিল স্পন্দিত শিহরণ।

খুঁজে পেয়েছিলাম আমার আমিত্ব কে,

যেন শত শতাব্দীর বন্দিদশা থেকে পেয়েছিলাম মুক্তির স্বাদ।

কিন্তুু!তোকে ভালোবেসে আজ আমি নিজেই যেন শিকল বন্দি,

চারদিকে নরপশুদের ঘৃণ্য দৃষ্টিতে আমি দংশিত হই।

আমাকে কাটাতে হয় কত তিরস্কারের প্রহর!

আমার অপরাধ আমি তোকে ভালোবাসি।

কেন তোর ভাষাতে লিখে চলি আমার মনের অভিলাষ,

অত্যাচারীর খড়্গ চালাতে কেন বিঘ্ন ঘটে আমার লেখার শূলে।

কেন কুসংস্কার দুরাচার রোধে চলে আমার কলম,

লেখনীর শানে কেন উন্মোচন করি স্বার্থবাদীর মুখোশ।

কিন্তুু তাতে আমি বিচলিত নই!

কারণ আমার মনের মণিকোঠায় তোকে আসন দিয়েছি।

তোকে দিয়েছি আমার শত জনমের ভালোবাসা,

যত অপশক্তি আসুক না কেন তোর মাধ্যমে লিখে যাব আমার প্রতিবাদের ভাষা !

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.