সবার কথা বলে

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই; পটুয়াখালী জেলা প্রশাসক-আরিফিন

0 35

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই; পটুয়াখালী জেলা প্রশাসক -আরিফিন।

ষ্টাফ রিপোর্টার :
মু. জিল্লুর রহমান জুয়েল -(পটুয়াখালী)।

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলের মেধা ভিত্তি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তী উপকরণ দেয়ার সময় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীমহলের উদ্দ্যোশে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান ও বেড়ে উঠা আগামি মেধাবী শিশু শিক্ষার্থীদের কোন বিকল্প নেই বলে প্রধান অতিথি হিসেবে তিনি অভিমত প্রকাশ করেন পটুয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক ও শিক্ষানুরাগী আবু হাসানাত মোহাম্মদ আরিফিন।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সারে ১২ টার সময়ে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে শিক্ষাবৃত্তী বিতরনের সভাপতিত্বে করেন নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারী কমিশার ( ভূমি) মোঃ নাসিম রেজা, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলের প্রিন্সিপ্যাল মিসেস নাহিদা আক্তার, ভাইস প্রিন্সিপ্যাল মোঃ সাঈফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, গলাচিপা থানার ওসি তদন্ত মোঃ জয়নাল আবেদিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল প্রমূখ।

এসময় ১৬ জন মেধাবী শিশু শিক্ষার্থীদের জনপ্রতি ৫ হাজার করে শিক্ষাবৃত্তী উপহার প্রদান করেন। এর পূর্বে সকল থেকে পূর্ব কর্মসূচী অনুযায়ী ভূমি অফিস, উপজেলা কমপ্লেক্স, উলানিয়া বৃন্দরের ঝুঁকিপূর্ণ আশ্রায়ন পরিদর্শন শেষে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুল করেন। এসময় স্কুলের প্রতিটি কক্ষের শিশু শিক্ষার্থীদের সাথে কুশল ও মতবিনিময় করেন। পরে গলাচিপা দীঘির পারের বেষ্টনী নির্মাণ ও প্লান্টেশন এবং বোট ল্যাংডিং স্টেশনের শুভ উদ্বোধন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.