সবার কথা বলে

ক্ষুধার জ্বালা

0 15

ক্ষুধার জ্বালা
কবিঃ অসীম ভট্টাচার্য্য

পেটে যখন জ্বলছে আগুন
হচ্ছে যখন অগ্ন্যুৎপাত
অর্থ শূন্য ভাঁড়ার তখন
সব হয়েছে আত্মসাৎ ।
কেড়ে নিয়েছো রাতের ঘুম
কেড়ে নিয়েছো ফুটপাত
তোমাদের মাথা রেখেছ ঢেকে
পাঁচ তারার ঐ স্বর্গ ছাত !
পেটে যখন জ্বলছে আগুন
তখন পেটে পড়েছে হাত
চাই নি তো পঞ্চ ব্যাঞ্জন
চেয়েছি দুটো পান্তা ভাত !
ভাসোনি তোমরা বানভাসি তে
দেখোনি কো আঁধার রাত
বাতেলা তখন ঝাড়তে কোথায়
হারিয়ে যেতো মুখের বাত !
শত অভিযোগ শুনেও শোনো না
করো না তাতে কর্ণ পাত
প্রতিদিন আমরা সহ্য করি
দারিদ্র্যের এই বেত্রাঘাত !
আর কতদিন সহ্য করবো
জঠরের এই অশনি পাত
সমাজ টা কে বদলে দিয়ে
দেখতে চাই নয়া প্রভাত !

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.