গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর বাবা’র মৃত্যুতে শোক প্রকাশ।
মু. জিল্লুর রহমান জুয়েল – সংবাদের পাতা:
শরীয়তপুর জেলার সখিপুর থানার ডি এম খালী ইউনিয়নের চরচান্দা বেপারী কান্দি গ্রামে ৭ ডিসেম্বর শনিবার দিবাগত আনুমানিক রাত ৩ টায় তার নিজ বাড়িতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমান এর বাবা মোঃ রুহুল আমিন সরদার শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি এক ছেলে সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, মিজানুর রহমান ও চার কণ্যা সন্তানের জনক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
পরিবার সূত্রে, শেষে রবিবার ৮ নভেম্বর দুপুরে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।
তার মুত্যুতে গলাচিপা উপজেলার সরকারি – বেসরকারি কর্মপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসায়ী মহল ও গলাচিপা উপজেলার সকল কর্মরত সাংবাদিক বৃনদরা গভীর শোক প্রকাশ ও মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানান।