
কবিতা- বাংলাদেশ
কবি- শামীমা আক্তার
শোনো, একটি দেশের কথা বলি,
যে দেশের জন্য অনেক আত্মত্যাগ করতে হয়েছে!
শোনো, একটি লাল-সবুজ পতাকার কথা বলি,
যে পতাকা পাওয়ার জন্য অনেক রক্ত দিতে হয়েছে!
শোনো, একটি মানচিত্রের কথা বলি,
যে মানচিত্রের জন্য ঝরেছে অনেক প্রাণ!
শোনো, একটি স্বাধীনতার কথা বলি,
যে স্বাধীনতা পাওয়ার জন্য দিতে হয়েছে অনেক বলিদান!
হারাতে হয়েছে, অনেক প্রিয়জন।
শোনো একটি মুক্তিযুদ্ধের কথা বলি,
যে যুদ্ধে হয়েছে লাখো শহীদ!
এক সাগর রক্তের বিনিময়ে,
লক্ষ প্রাণের বিনিময়ে,
অনেক বীরাঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে,
অনেক হারিয়ে,
অনেক চোখের জলের বিনিময়ে,
অনেক প্রতিক্ষার পরে,
অনেক কষ্টের পাহাড় পেড়িয়ে,
অনেক বেদনা, অনেক শোক, আর ত্যাগের পরে,
আমরা পেয়েছি একটি দেশ,
প্রিয় স্বদেশ,
নাম তার বাংলাদেশ!