শুরু হল রোজার মাস
জয় হোক মুমিনের বাস।
মন থেকে দূর হোক হিংসে বিদ্বেষ
দূর হোক অশ্লীলতার সব রেশ।
আসুক ইসলামের ছায়াতলে
মুসলিমের লেবাসধারী লোক।
মন শরীর পাক হোক
দোয়া দরুদ কালেমায়ে।
বেশি বেশি আমল কর
দুনিয়া আখেরাতের জন্য।
রমজান মাসটাই হলো
সকল গুনাহের মন্ত্র।