সবার কথা বলে

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করবো ঢাকা ৪ আসন কে: আ.ন.ম. সাইফুল ইসলাম

0 50

শ্যামপুর – কদমতলী থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শ্যামপুর – কদমতলী থানা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আয়োজনে – ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২৭ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকার সময়, শ্যামপুর থানাধীন, ৫৪নং ওর্য়াডের পোস্তগোলা সেনানিবাসের সামনে এ আয়োজন করা হয়ে থাকে।

অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আয়োজনের প্রধান অতিথির উপস্থিত ছিলেন – ২য় যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, প্রধান সমন্বয়ক, শ্যামপুর – কদমতলী থানা বিএনপি – আ. ন. ম. সাইফুল ইসলাম। এসময় তিনি নেতা কর্মীদের সতর্ক করে  বক্তব্যে বলেন, আমরা দেখতে পারছি বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতি মহল সন্ত্রাসী চাঁদাবাজি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষনা করেছেন বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না, যদি প্রমান পাওয়া যায় তাহলে তাদের বহিষ্কার ও উপযুক্ত শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে। তিনি তার বক্তব্যে আরো বলেন, ঢাকা ৪ আসন কে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করবো।

বিশেষ বক্তা ছিলেন, সদস্য – ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সাবেক কাউন্সিলর ৫৪নং ওর্য়াড – মোজাম্মেল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, সহ-সভাপতি – নাছিল আহমেদ মোল্লা, ৪৭নং ওর্য়াড বিএনপি সভাপতি – মোঃ নূরুল ইসলাম, ৫১নং ওর্য়াড বিএনপি সভাপতি – ইমতিয়াজ আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দল – কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য – তারেকুল ইসলাম পলাশ, ঢাকা মহানগর দক্ষিণ, শ্যামপুর থানা বিএনপি – মোঃ ছানাউল্লাহ ছানি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক – রাজু আহমেদ।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ৫৪নং ওর্য়াড বিএনপি সাধারণ সম্পাদক – শুভ শিকদার।

আয়োজনের সঞ্চালনা করে থাকেন, ৫৪ন্য ওর্য়াড বিএনপি সিনিঃ যুগ্ম আহবায়ক – মোঃ নজরুল ইসলাম ও ৫৪নং ওর্য়াড বিএনপি যুগ্ম আহবায়ক – শামীম আহমেদ।

এসময় উক্ত আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ – সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.