
র্যাক এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিপিজেএফ এর শুভেচ্ছা।
স্টাফ রিপোর্টার:
দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্রাপশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন-বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) শুক্রবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক রেজায়ে রেজা রাব্বি সাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তি এ শুভেচ্ছা জানান তারা। ওই বিবৃতিতে বিপিজেএফ’র শীর্ষ নেতৃদ্বয় বলেন-র্যাক এর নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার রক্ষায় ও সুন্দর সমাজ গঠনের বিশেষ ভূমিকা রাখবেন।