গলাচিপায় নতুন বছরের বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ।
মু. জিল্লুর রহমান জুয়েল – (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ১৯৬ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১ম, ২য় ও ৩য় শ্রেণীর নতুন বই শিক্ষার্থীদের মাঝে ১’লা জানুয়ারি ২০২৫ সালের ১’ম,২’য় ও ৩’য় শ্রেনীর শিশু শিক্ষার্থীদের মাঝে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ’ ২০২৫ সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নিকট পৌঁছে দেয়া হয়েছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নতুন বই পেয়ে ছোট ছোট শিশুদের মাঝে উৎসবের আমেজ বইছে।
বই বিতরণ বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির। তবে, (৪র্থ ও ৫ম শ্রেণি’র নতুন বই এখনো এসে না পৌছালেও দু এক দিনের মধ্যে’ই পৌঁছে যাবে এবং পর্যায় ক্রমে সকল বিদ্যালয়ে বিতরন হবে বলে জানান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির।
একই সাথে উপজেলার ৮৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক ৪৭টি এবং মাদ্রাসা ৩৭টি) ৬ষ্ট থেকে ৯ম শ্রেণীর কিছু সংখ্যক নতুন বই বিতরণ হয়েছে, এবং অধিকাংশ নতুন বই উপজেলায় আসার পথে। আশা করি দুই তিন দিনের মধ্যে’ই সব গুলো বই বিতরণ সম্পন্ন হয়ে যাবে বলে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবির।
তিনি আরো জানান, সরকারি ভাবে কেন্দ্র থেকে উক্ত সকল শ্রেণীর বই পাওয়া মাত্র দ্রুত সম্ভব শিক্ষার্থীদের জানিয়ে তাদের মাঝে বইগুলো বিতরণ করা হবে বলে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার জানান।