সবার কথা বলে

নড়িয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

0 23

নড়িয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ জামাল হোসেন – সংবাদের পাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩ জানুয়ারি বিকেল ৩ টা থেকে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নড়িয়া বিহারি লাল উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকেন। এতে উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি নোমান চোকদারের সভাপতিত্বে সেখানে জাতীয় পতাকা এবং ছাত্র দলের পতাকা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন। এ সময় বক্তৃতা করেন, জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সেচ্ছাসেবক দলের সভাপতি অহেদুজ্জামান উজ্জ্বল,সদস্য সচিব বিএম আজিজুল হাকিম, ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি নোমান চোকদার,সদ্য সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মি।

এ সময় নেতারা ছাত্র দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যানে কাজ করার আহবান জানান।

এ ছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতি গঠনে ছাত্রদের ভূমিকা অনেক বেশি। একটা সচ্চ সুন্দর ছাত্র সংগঠন একটা সুন্দর জাতি সমাজ উপহার দিতে পারে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.