
শ্রীপুরে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও থানা কাউন্সিল
মোঃ মিরাজ শেখ(মাগুরা):
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও থানা কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৭ই রমজান (৯ই এপ্রিল) রবিবার উপজেলার মুজদিয়া কবি ভবন সংলগ্ন মাঠে আয়োজিত ইফতার মাহফিলে আলহাজ্জ মুন্সি আমান উল্লাহ এর সভাপতিত্বে ও ক্বরী মাওঃ মোঃ গাজী শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসনে এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্জ মুফতি মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারী হাফেজ মোঃ মনিরুজ্জামান ও সহ সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ নাজিরুল ইসলাম। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জেলা শাখার সাধারন সম্পাদক, মাওঃ মোঃ মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সেক্রেটারী হাঃ মাওঃ রবিউল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর, বীর মুক্তিযোদ্ধা মিয়া দাউদ হোসেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি, আলহাজ্ব হাফেজ মাওঃ জিহাদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম রসুল নান্নু, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার আহবায়ক হাঃ মোঃ ইমতিয়াজ আহমেদ সৈকত, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোঃ মাহদী হাসান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অথিতির আলোচনায়, শ্রীপুর উপজেলা শাখার ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটির নাম ঘোষনা শেষে দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।