0 16

জামালপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
এমদাদুল হক – নিজস্ব প্রতিনিধি
সংবাদের পাতা:
৩১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ এগারোটা ত্রিশ মিনিটে জামালপুর স্টেশন বাজার কল্যাণ সমিতি কতৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জামালপুর স্টেশন বাজার সংলগ্ন হাসুর ডিমের আড়তের পাশে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর স্টেশন বাজার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শাহাদত হোসেন বাবুল। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির উক্ত বক্তব্য শেষে উপস্থিত অসহায় স্লিপ প্রাপ্ত শীতার্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে জামালপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সকলকে ধন্যবাদ জানান যারা সামান্য হলেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সভাপতি শাহাদাত হোসেন বাবুলের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম হাসুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি তরুণ হাসান কাজল, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আব্দুল আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকসেদুর রহমান হারুন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক ও স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মুস্তাকিম মুসকুরি (ময়না), সহ-সভাপতি আবেদ আলী, কাবীরুল হাসান কবির, ১ নং সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম তপু, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড বিএনপি যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইমরান হাসান দপ্তর সম্পাদক,সোহেল খান ক্রীড়া বিষয়ক সম্পাদক, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক নিশাদ, সাহেব আলী, আফসার আলী ইদু, হৃদয়, হাসান সহ বিএনপি’ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গরিব অসহায় কম্বল প্রাপ্তরা কম্বল পেয়ে খুশি হয়েছেন বলে জানান এবং যারা এর আয়োজন করেছে তাদের ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের দীর্ঘায়ু কামনা করেন। এডভোকেট ওয়ারেছ আলী মামুন জামালপুর থেকে বিএনপির ধানের শীষ নিয়ে যেন এমপি নির্বাচিত হতে পারে এই দোয়া করি বলে মন্তব্য করেন শত শত অসহায় মানুষ। তারা আশা করেন তিনি এমপি পার হয়ে মন্ত্রী হবেন এবং জামালপুরের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। অবহেলিত জামালপুরের উন্নয়ন করবেন।