সবার কথা বলে

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম গ্রে ফ তা র

0 6

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম গ্রেফতার।

ডেস্ক রিপোর্ট – সংবাদের পাতা:

এবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তাঁকে চট্টগ্রামে আনা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের সময় নগরের চান্দগাঁও থানায় শিক্ষার্থী হত্যার ঘটনায় তাকে সরাসরি আদালতে তোলা হবে বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিক্ষোভের সময় নগরের চান্দগাঁও থানায় গুলিতে একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ২৩ জুন সাইফুল ইসলামকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৪ জুলাই তিনি সিএমপিতে যোগ দেন। তবে সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।

সূত্র: বার্তা ২৪

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.