সবার কথা বলে

“ঋণের বোঝা সইতে না পেরে ভ‍্যান চালকের আ*ত্ন*হ*ত্যা”

0 10
“ঋণের বোঝা সইতে না পেরে ভ‍্যান চালকের আত্নহত্যা”
মোঃ জাহিদুল ইসলাম
সোনাইমুড়ী-(নোয়াখালী):
নোয়াখালী সোনাইমুড়ীতে ঋণের দায়ে জর্জরিত হয়ে ভ্যানচালক নুর নবী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তার পরিবারের লোকজন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এদিকে সোনাইমুড়ী থানা পুলিশ তার নিজ বাড়ির অদূরে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। নুর নবী (৩০) উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের তোফায়েল মাওলানার পুরাতন বাড়ির হাবিব উল্লার ছেলে। স্থানীয় আবদুর রহমান জানান, নুর নবী পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ভ্যানচালিয়ে তার পুরো পরিবার নির্ভরশীল। গত তিন বছর ধরে ভ্যানচালকের কাজ করে লোকসান হতে থাকে। এতে তিনি অনেক দায়-দেনা হয়ে যান। দেনা মেটাতে তিনি একটি এনজিও সংস্থা থেকে ১ লাখ টাকা লোন নেন; কিন্তু কিস্তির টাকা ঠিকমতো পরিশোধ করতে পারতেন না। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও দোকানপাটে অনেক দেনা ছিলেন। সব কিছু মিলে তিনি সবসময় মানসিক চাপে থাকতেন। কিস্তির টাকার দায়ে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন। সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.