সবার কথা বলে

বি*ষ খাইয়ে গবাদি প*শু হ*ত্যা

0 18

চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় মৃত্যু শয্যায় কৃষক, বিষ খাইয়ে গবাদি পশু হত্যা।

শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:

৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় শরীয়তপুরে ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের শিলু বেপারী নামে এক কৃষককে পালং থানাধীন বুড়ির হাট বাজারে প্রকাশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে ওই সংঘবদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিলু বেপারীকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শিলু বেপারীর ছেলে আবু তালিব বাদী হয়ে একই গ্রামের আক্তার বেপারী, আমিন বেপারী, কুদ্দুস বেপারী ও মোক্তার বেপারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২ জনের নামে বুধবার পালং মডেল থানায় এজাহার দায়ের করেছেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা শিলু বেপারীর ৩টি গবাদি পশুকে বিষ খাইয়েছে। এতে একটি গরু মারা গেছে।

ভুক্তভোগি পরিবার, স্থানীয় সূত্র ও এজাহারের বিবরণে জানা গেছে, শিলু বেপারী তার নিজ জমিতে ঘর তুলতে গেলে কুদ্দুস বেপারী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করেন শিলু বেপারী। এতে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে সোমবার সকাল ১০ টায় কৃষক শিলু বেপারী স্থানীয় বুড়িরহাট বাজারে দুধ বিক্রি করতে গেলে তার উপর হামলা চালিয়ে রড দিয়ে বেদম পিটিয়ে বুকের হাড় ভেঙ্গে ফেলে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.