সবার কথা বলে

সংসদ নির্বাচন সর্বপ্রথম প্রয়োজনীয়: সাবেক এমপি কিরণ

0 4

সংসদ নির্বাচন সর্বপ্রথম প্রয়োজনীয়: সাবেক এমপি কিরণ

শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেছেন, সংসদ নির্বাচন সর্বপ্রথম প্রয়োজনীয়। যে দল ক্ষমতায় আসবে, তারাই সিদ্ধান্ত নেবে কিভাবে স্থানীয় নির্বাচন পরিচালিত হবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়। অচিরেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক এবং সেই নির্বাচন সর্বদলীয়ভাবে অনুষ্ঠিত হোক। একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারাই সংসদ গঠন করবে, যেখানে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাঁচিকাটা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মোয়াল্লেম বেপারীর সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএমএ হামিদ। বিশেষ বক্তা ছিলেন, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদার।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা, সাধারণ সম্পাদক রাজিব সরদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুল সরদার, ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার, সাধারন সম্পাদক জিসান বালা প্রমূখ।

এই জন সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.