সবার কথা বলে

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ

0 4

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ।

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ জেলা শাখার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ অয়ন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান।

প্রধান অতিথি ইব্রাহিম খলিল ফিরোজ বলেন,
শুধুমাত্র নিয়মিত এবং মেধাবী ছাত্ররাই আগামীদিনে ছাত্রদল করতে পারবে। আমরা অবশ্যই ৫ আগস্টের আগের ত্যাগী নির্যাতিত এবং মামলা হামলার শিকার নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবো। ছাত্রলীগের নেতাকর্মীরা কোনোভাবেই ছাত্রদল করতে পারবে না। কোনো নেতাকর্মী যদি হল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি,ইভটিজিং এবং মাদকের সাথে জড়িত থাকে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

বিশেষ অতিথি রাকিবুল হাসান পলাশ অয়ন ও মাহমুদুল হাসান আল মারজান বলেন, ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না।

এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.