
নড়িয়ায় সরকারি গাছ কাটার অভিযোগ রিতা আক্তারের বিরুদ্ধে।
মোঃ জামাল হোসেন – স্টাফ রির্পোটার
সংবাদের পাতা:
বন বিভাগের বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলার কদমতলা বাজারের রিতা আক্তারের বিরুদ্ধে।
গত ২৮ ফেব্রুয়ারী রাতের আধারে রিতা আক্তার শ্রমিক নিয়ে গাছ টি কেটে নিয়ে যায়।
কেটে ফেলা চাম্বল জাতের গাছটির বয়স আনুমানিক ৪০ বছর, যেটি থেকে অন্তত ১০০ ঘনফুট কাঠ হবে।
তবে রিতা আক্তার দাবি করেন, তিনি গাছ কাটার জন্য উপজেলা বন বিভাগের কেরানি ফায়েউজ্জামান থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছেন।
যদিও উপজেলা বন বিভাগের কেরানি ফায়েউজ্জামান জানিয়েছেন, তিনি গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না।
তিনি বলেন,আমি গাছ কাটার বিষয়ে কিছুই জানিনা।
স্থানীয়রা জানান, উপজেলার ভূমখাড়া ইউনিয়নের কদমতলা এলাকায় সড়কের পাশ থেকে একটি সরকারি গাছ কেটে নিয়ে যায় রিতা আক্তার।যার আনুমানিক বাজার মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা।
তবে বন আইন অনুযায়ী, অনুমতি ছাড়া গাছ কাটা দণ্ডনীয় অপরাধ।
নাম প্রকাশে অনিচ্ছুক কদমতলা বাজারের থেকে কয়েকজন জানান,আমরা দেখেছি বন বিভাগ থেকে লোক এসে গাছ কাটতে না করে যায়।কিন্তু রাতের অন্ধকারে রিতা শ্রমিক নিয়ে গাছ কেটে ফেলে।
কোন অনুমোদন ছাড়া সড়কের গাছ কেটে ফেলায় রিতা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান জানান,গাছ কাটার বিষয় টি আমার জানা নেই, তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল কে এ বিষয়টি জানতে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।